ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হেফাজতের ডাকা হরতাল সমর্থনে গতকাল রোববারে আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় ভাংচুর,আগুন,পুলিশ ক্যাম্পে ও সেতুর টোলকাউন্টারে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি,উম্মে ফতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।
সোমবার বিকেলে ঘটনাস্থল ঘুরে দেখে দুঃখ প্রকাশ করেন তিনি। এসময় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ এর নবনির্মিত বাড়িতে হামলা চলিয়ে ভাংচুরের ঘটনাস্থল ও ঘুরে দেখেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বরেন হামলা ভাংচুর যাহারা করেছে তাদেরকে তদন্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ,সদস্য বাবুল আহম্মেদ,আবু রেজবী,আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলফাজ খন্দকার,যুগ্ম আহ্বায়ক মুর্শেদ খান,আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মো.হেলাল খান সহ আরো অনেকে।